আসুক হাওয়া খেলুক তোমার আঁচল নিয়ে,
তুমি আমি ... কি হবে এই আঁচল দিয়ে ?
চলুক সবই কার আছে কোন খেয়াল বলো ...
সবটা ভুলে লজ্জা দুয়ার একটু খোলো।


আসুক স্টেশন থামুক না হয় জীবন গাড়ি,
চলতে থাকুক রদবদলের বাড়াবাড়ি।
তোমার আমার সীট দুটো হয় স্হায়ী যদি
আমরা সোহাগ করতে থাকি কার তাতে কি ?


আসুক বর্ষা মেঘ আর রোদের হিসাব ভুলে,
নগরবাসী শুকনো থাকুক ছত্র খুলে।
ভিজলো না হয় শরীর দুটো বিনা ছাতায়,
মন দুটো তো আগেই ভেজা প্রেমের ধারায়।


আসুক সমাজ মন্ত্র তণ্ত্র দীক্ষা নিয়ে,
করুক প্রলাপ করছি না কেন আজও বিয়ে।
তুমি আমি ... বিয়ের রীতি রেওয়াজ কবে
প্রেমের সুধায় পান করেছি অসম্ভবে।


আসুক অতীত ভগ্ন হৃদয় টুকরো স্মৃতি,
ব্যর্থ প্রেমের বিফল কান্না ক্লিষ্ট তিথি।
তোমার আমার নতুন শুরু তবুও মিষ্ট
নতুন করেই না হয় হলাম পুরোই ভ্রষ্ট।