স্বপ্ন থাকুক মেঘের সাথে
বৃষ্টি ঝরুক আমার হাতে,
স্বপ্নহীনের তৃষ্ণা ভেজাক
রোদ ছায়া আর তারার রাতে।


অভিলাষ হোক বালির পাহাড়
রাত্রি সুধায় মাখুক নীহার,
দ্বিধা জমাট পংক্তিরা হোক
নিষিক্ত গান কণ্ঠে আমার।  


বিশ্রামে যাক সংখ্যাগুলো
আবেগ মুছুক হিসেব-ধূলো,
নিরবয়ব ভাবনাতে হোক
যুক্তি সূত্র এলোমেলো।


ইচ্ছে ভাসুক ঝরনাধারায়
ইন্দ্রধনু নয়ন তারায়,
অতল আশার শৈবলিনী
নিত্য ডুবাক ভাসাক আমায়।


শ্বেত কাগজে ইচ্ছেমতো
লিখছি মনের খেয়াল যতো,
কাব্য না হয় সৃষ্টি আমার
জীবন যদি এমন হতো!