ছুটি দিলাম দুঃখকে,
সুখে থাকবো কিছুদিন।


করুক যা খুশি অবসরে সে ...
আমার সাথে একঘেয়েমির দাম্পত্যে
ক্লান্ত, বিধ্বস্ত, আতুর হয়ে
অর্থহীন আবেগে প্রলাপ বকতো দিনরাত।


কোথায় আর যাবে ...
কষ্টের বাড়ি ? যণ্ত্রণার আশ্রম ? পীড়নের সরাইখানা ?


বিরতি-আমোদে হয় তো মত্ত হবে ক্লেশ-পূজায়,
নয় তো ডুববে দৈন্যের কোনো গভীর ধ্যানে,
অথবা হঠাত করেই কান্নাকে প্রলুব্ধ করবে
তীব্র কামের উদ্দাম লালসায়।


আমার কাছে ফিরবে সতেজ ব্যথার স্পৃহায়,
অলীক কালোজাদুর বিষ নিয়ে,
নতুন ক্ষত-বীর্যে নিষিক্ত হয়ে।


করুক যা খুশি, ফিরবে তো আমার কাছেই ...


আমি না হয় কিছুদিন সুখের সেবায় ক্লান্ত হই,
আনন্দের সাথে ক্রমাগত মসৃণ রতির খেলায় উদাস হয়ে
বিষাদহীনতায় ভুগি।


আমি না হয় কিছুদিনের হাওয়া বদলে
একটু ভালো থাকি।