পথ,
তুমি কেন থাকো নিশ্চল ?


পথিক তো আর থাকেনি যে থেমে
ধাবিত আজও সে অভিনব প্রেমে,
তার হৃদি কায়া মননে অধরে
আবেগ খেয়ালে গতি খেলা করে,
নিরাকার বরে ভুলেছে কবে সে
তোমার নিবাত তল।


পথ,
তুমি কার তরে কাঁদো একা ?


পথিক তোমায় ভুলে গেছে কবে
নহলী সুখের গাঢ় অনুভবে,
অভীষ্ট ছোঁয়া অমৃত স্বাদে
স্বপ্ন সত্য মিলন আহ্লাদে
অভিপ্রেতলাভে হয়নি যে তার
পেছনটা ফিরে দেখা।


পথ,
তুমি কেন হও অভিমানী ?


পথিক হৃদয়ে তুমি বিস্মৃত
পরিণাম জয়ী প্রেম পরাজিত,
নিয়তির এই জীর্ণ রীতিতে
আকুলতা কেন ধার্য ইতিতে ?
কোন অবহেলা-দহন মরুর
বালিঝড়ে খোঁজো পানি ?