বুকের ভেতর আগুন,
হঠাত তোমার ফিরে আসায়
হৃদয় মরুতে ফাগুন।


উতলা চেতন কায়া,
সামাজিক ভুল অনিবার্য
নেই খোশনাম মায়া।


ভারসাম্যের জীবন,
বানোয়াট সব সুখ উপহাসে
এলোমেলো এই ক্ষণ।


বহু বছরের আপোষ,
এক মুহূর্তে করলো তুচ্ছ
অতৃপ্ত সেই রোষ।


তোমার দৃষ্টি শীতল,
অভিমানী চোখে জমিয়েছো তুমি
শত জনমের জল।


তবু আমি দেখি প্রেম,
সাজানো ছবির হারিয়ে যাওয়া
বর্ণিল সেই ফ্রেম।


সন্নিপাতের দেখায়,
ছাইচাপা সেই উষ্ণ স্মৃতিতে
কামাগ্নি সুধা জ্বালায়।


হতে পারে অশ্লীল,
তবুও তোমার আগমনে হলো
মন শরীরের মিল।


না হয় কিসের বাঁচা!
হিসেব ভুলের কোন প্রহসনে
সংসার তালে নাচা ?


অশালীন হোক চাওয়া,
তবুও তো হোক শেষবার সেই
হারানো নিজেকে পাওয়া।