আকাশ ভরা তারা ছিলো,
সময় ছন্নছাড়া ছিলো,
আমার মনের ভাবনাগুলো
বৃথাই পাগল পারা ছিলো।


তারার দেশে প্লাবন যখন,
আমার বুকে খরা তখন,
তুমি সুদূর আপন ধরায়
জোছনা সুখে ভেজাও যে মন।


জোছনা আমায় করেছিলো পর,
ঢেকেছিলো তারা নীহার চাদর,
স্বপ্নে তোমার নেই কুয়াশা
হৃদয় জুড়ে আঁকছো আদর।


আমার মনে কুহেলীর ভাঁজ,
উষ্ণ আদর পাচ্ছি না আজ,
তোমার কথা শুনছি, তবু
নিঃস্ব লাগে সপ্রেম আওয়াজ।


হিম ঢাকনায় সিক্ত হৃদয়,
তোমার সাথেও বেমানান ভয়,
মন খারাপের বিলাস আমার
তোমার ছোঁয়ায় ভুল যদি হয়!


ভুলের ভয়ে কিসের কষ্ট ?
কোন কবিতার চরণ নষ্ট ?
কোন অভিযোগ করবে বিলাপ
কোন ব্যথা হবে লক্ষ্যভ্রষ্ট ?


হয় তো তুমি দূরেই অনেক,
সংযোগ তবু আজ ধরা দেক,
নীহার মাখা কষ্ট আমার
দেখলো না হয় স্বপ্ন শতেক।


ভোর তাই দিলো শিশির চাদর,
সমীরণ দিলো তোমার আদর,
হঠাত করেই পানসে হৃদয়
ভালোবাসলো এই চরাচর।