বদলে যাইনি আমি ...
মর্ত-পীড়ায় শুধু হয়েছে
নিরর্থ সুখ দামী।


আজও তোমার কণ্ঠ সুধায়
কর্ণকুহরে নূপুর,
আজও তোমার স্পর্শ স্মৃতিতে
ঘুম ভুলানোর দুপুর।
আজও খুঁজি বিকেল ছায়ায়
তোমার চুলের গন্ধ,
আজও সন্ধ্যা ক্লান্তিতে পাই
তোমার চরণ ছন্দ।


আজও যামিনীর কালসিটে দাগে
তুমিহারা অভিমান,
আজও মন শুধু নিশান্ধ হয়ে
গায় বেদনার গান।
আজও হৃদয়ের গভীরে জমাট
তুমিহীনতার ক্ষোভ,
আজও সংসারী কংক্রীটে চাপা
তোমাকে পাওয়ার লোভ।


বদলে যায়নি আজ,
প্রেমের কবিতা বেদখল, শুধু
রীতিনীতি করে রাজ।