দহনেই যদি কাটবে জীবন
শীত বর্ষার কেন পরিহাস,
তপ্ত খরার সাথেই চলুক
রাগ অনুরাগ প্রেম সহবাস।


বর্ষজুড়ে পোড়া দুপুর
নেই যামিনী ভোর গোধূলি,
মেঘশূন্য গগন তলে
বিবর্ণ পট ধূসর তুলি।


এমনিভাবেই অসার যে মন
বসন্ত রঙ হয়েছে লুপ্ত,
নির্বাসনে শরত সুধা
হেমন্ত খোঁজ নির্নিমিত্ত।


জলের স্পর্শ শ্রুতির মতো
তাড়িয়ে বেড়ায় দগ্ধ চেতন,
লু হাওয়াতে অভিতাপ স্নান
হিম সমীরণ নিলীন স্মরণ।


পড়ে না মনে কেমন ছিলো
জোছনা শিশির বৃষ্টি ছায়া,
মনের ভেতর উদক, তবু
কন্টকিত নীরস কায়া।


যা কিছু নেই সবই ছিলো
যখন ছিলে আমার পাশে,
এখন শুধু মরুর তাপে
নির্জনতার শূল যে ভাসে।