অভিযোগ নেই অভিমান আছে
অশ্রুত সে থাকে হৃদয়ের কাছে,
নেই অনুভূতি আছে অনুভব
মনে মনে কথা কবিতা নীরব।


রঙধনু নেই বৃষ্টি নিয়ত
ষড়ঋতু জুড়ে কান্না সতত,
নেই কার্তিক ভাদ্র ফাগুন
বারোমাস ভেজা বিরহ আগুন।  


চাওয়া পাওয়া নেই আছে তমসুক
বিলয় প্রলয়ে ঝরা কিংশুক,
নেই চোখে জল আছে বুকে ভার
ভাবনার স্রোতে বিষাদের ক্ষার।


দুঃখরা নেই উদাসীন মন
চলন ছলের পূজা পার্বণ,
নেই চিত্তের সাধনা যজ্ঞ  
ভালোবাসা তাই হয়েছে অজ্ঞ।


অবকাশ নেই নিরত সময়
ব্যস্ত খেলাতে স্মরণের ভয়,
নেই তুমি তাই স্বর্গ রিক্ত
বিদারণ খেদে অচলা সিক্ত।