কথিত যে তুমি ভুলেছো আমায়
ভাবো শুধু তার কথা,


সামাজিক কোনো মিত্রের বেশে
কুশল আলাপে অকারণ হেসে,
সুখী জীবনের নাটক সাজিয়ে
তার অগোচরে বিষাদ লুকিয়ে
অভিমানী চোখে হঠাত তাকিয়ে
কেন ঢাকো নীরবতা ?


কথিত যে তুমি আর কোনোদিন
বাসবে না ভালো আমায়,


সে নাকি তোমায় রেখেছে আদরে
সুখ বালিশ আর আরাম চাদরে,
আমি তুমি ছাড়া কেউ তো বোঝে না
নিরুদ্ধ প্রেম স্বস্তি খোঁজে না
তুষ্ট শয়ানে সে জানে না কোন
না পাওয়া তোমায় জাগায়।  


কথিত যে তুমি থাকো উদাসীন
শুনলে আমার গল্প,


সংসারী সব নিরর্থ সুখ
রেখেছে তোমায় সদা উন্মুখ,
সবাইকে দাও বানোয়াট হাসি
আমি তো তোমার আমিত্বে আসি
যেখানে তোমার জমাট বেদনা
বিশ্রাম খোঁজে অল্প।