রোদ
তুমি কোথায় কখন হারিয়ে গেলে ...
ছাইরঙা মেঘ ডানা মেলে
ঢাকনা দিলো এই শহরের দীপ্ত গলির সুখে,


বৃষ্টি নিয়ে উল্লাসে সব
বর্ষা কোথায় ?
অম্লধারার ঝলসানো দাগ বিদিত জানিত মুখে।


রোদ
তুমি কোন অভিমান রাখলে পুষে ...
অপূত রাতের প্রমাদ মিশে
স্বর্ণালী সব গর্ব কেন ভরলো ক্ষপার ছলে ?


কৃষ্ণ রসের উত্সবে সব
জোছনা কোথায় ?
মর্ত বুকে নিত্য এ কোন ইতর নাচন চলে!


রোদ
তুমি কখন আবার হাসবে ভোরে ...
শিশির সুধা আপন করে
কখন হবে অন্ধ অসিত ক্রূর রাতের শেষ ?


জমাট লহুর নিরেট পীড়ায়
কাঁদছে ধরা,
তাও কাটে না নিঘৃণ এই কালরাত্রির রেশ।