আমিও এখন তোমার মতো
দিনের আলোর কষ্ট যতো
বুকের ভেতর জমাট রেখে
সন্ধ্যাবেলার বাতাস মেখে
অন্ধকারের প্রতীক্ষাতে
একাই গুনি প্রহর ...


তুমিও হয় তো আমার মতো
মনে জমাও কটা ক্ষত
শ্বেত জোছনায় লবণ মেখে
হাসছো ঘা-এর রঙটা দেখে
প্রভাত কিরণ ছোঁয় না তোমার
মনের অসিত শহর ...


আমরা দুজন যে যার মতো
দুঃখ জমাই কত্তো শত
চলতে থাকে জোয়ারভাটা
বিষাদ-প্রসাদ বিয়োগ-ঘটা
আমরা পৃথক, মহার্ণবের
নিস্পৃহ দুই লহর।