শরীরের তো মন নেই,
রূপ-রোগ-রোষ-রমণ-রিরংসা যা কিছু
তা মনের শরীরে ...


মনের তো মূর্তি নেই,
মায়া-মধু-মর্ম-মানন-মিলন যা কিছু
তা কায়া স্ফুটাণে।


দেহের তো মানস নেই,
ব্যথা-বহ্নি-বিধা-বিলাস-বিদ্রোহ যা কিছু
তা মনন দেহে ...


অন্তরের তো অঙ্গ নেই,
কাম-কর্ম-কীর্তি-কুণ্ঠা-কৈতব যা কিছু
তা গাত্র সাধনে।