বোকা বলছো, বলো ...
তোমার মনটা উদাস হলে
এই বোকাটাই চোখের জলে
ধোয় অভিমানগুলো।


জানছো না কোন ঝোঁকে ...
তোমার ঘুমের আর্জিতে রোজ
এই বোকাটা হচ্ছে নিখোঁজ
আপন ভুবন থেকে।


মিথ্যে স্তুতির ছলে ...
তোমার প্রসাদ ভুললো কখন
খুব নিকটের এই বোকাজন  
ঠিক কথাটাই বলে।


ছুটছো তুমি বেগে ...
তোমার সুগম পথের আশায়
এই বোকাটাই প্রদীপ জ্বালায়
দিবানিশি জেগে।


রঙীন তোমার দিন ...
একলা প্রহর তবুও কি হায়
মেটে ভাবনায় স্মরণ করায়
বোকা বন্ধুর ঋণ ?


জীবন তোমার ধন্য ...
তবু নিরালায় অবসাদে
তোমার ভরাট মন কি কাঁদে
এই বোকাটার জন্য ?