অনুভূতিগুলো কেমন করে যেন পর হয়ে গেলো,
কেন, কিভাবে, কখন ...
মনে নেই।


সরু সুতোয় অনুভব বুনে
ইন্দ্রিমাল্য রেখেছিলাম মন কলসের জলে।


জল শুষে সোহাগী প্রসূন নিস্পৃহ,
আসক্তি কলি ভিজে বেটাল,
লিপ্সা রেণু মসৃণ,
নিষিক্ত মেটে রোষের কামকুসুম জপছে
বয়স-দোষের বিদ্রুপ মাতম।


সোঁদা সংবেদন সুবাসটা নিরাবেগ,
জলো গুমোটে নিলীন মমতা পল্লব ...
ক্ষান্ত, শান্ত, নিষ্কাম কিছু স্নেহ পাপড়ি চুপসে
কলসের জলটাকে ঘোলা করে
শত প্রহরের নির্বাসনে।


শুধু সুতোটা ভাসে জলে, কলসের অন্ধকারে,
স্মৃতিবেদনায় ...


অথবা  


ঢাকনা খোলার অনন্ত প্রতীক্ষায়।