ভাবনারা আকাশের মতো,
কোনো আকার বা সীমানা নেই ...
ধ্বংসও করা যায় না।


যায় না শেকল পড়িয়ে
কশাঘাতে পোষ মানানো,
মণ্ত্রযজ্ঞে বশ করানো,
মিথ্যে দিয়ে ভোলানো।


নিখাদ আদিত্বে ভরাট বক্ষের ঠামে
খুঁজে পাওয়া যায় না কুলবতীর সম্ভ্রম,
দ্বিধাহীন সটান অবয়বে
তারা বিদ্রুপ করে নষ্টোদ্ধারের জীবনকে।


চাওয়া পাওয়ার কৈফিয়তে
তাদের বিব্রত করার উপায় নেই,
প্রশ্নবাণে তাদের রঙে
কপিল ছাপ দেয়া যায় না।
মনের লুকানো পকেটে, হৃদয়ের গুপ্ত দেরাজে
রাখা যায় না ভাঁজ করে ...
কুলটা অভিযোগ এনে
তাদের নির্বাসনে পাঠানো যায় না।


তাদেরকে শুধু ভালোবাসা যায় ...


অন্তঃশীল একাকীত্মে, মনন নিস্বনে,


নতুবা


আত্মদ্রোহী অনাবৃত ভাবনাতে।