এক জীবনের একটু ছোঁয়া
একটি প্রেমের ক্ষণে,
স্পর্শবিহীন কালহরণে
নিত্য পড়ে মনে।


এক নিমিষে একটু হেসে
একটি কথার ছলে,
তোমার আমার প্রেমকে তুমি
মিথ্যে বলেছিলে।


এক শ্রাবণে একটু মেঘের
একটি জলের ফোঁটা,
প্রেম বিলাসের ভ্রান্তি জলে
বিঁধলো মনে কাঁটা।


এক কামনার একটু স্রোতে
একটি লহর এনে,
আমার সায়র করলে নিরুদ
বিষাদ দহন বানে।


এক দ্বিভাবের একটু খেলায়
একটি কপট জয়ে,
অনেক চাওয়ার জীবন তোমার
কাটছে অবক্ষয়ে।
  
এক আঘাতের একটু ক্ষতে
একটি ভুলের ক্লেশ,
সব হারিয়ে রিক্ত তবু
হইনি আজও শেষ।