এখনও আসেনি প্রভাত কিরণ
তবু দ্যুতিময় শ্লথ কায়া মন
নির্ঘুম রাত দেয়নি আঘাত
মনন ঘরের দ্বারে,


অন্তর শুধু স্মৃতি অর্ণবে
জলকেলি করে লোনা অনুভবে
নির্জলা ক্ষণে উতলা চেতনে
আমি খুঁজে ফিরি তারে।


এখনও কাটেনি রজনীর ঘোর
তবু তারাদের স্ফুরিত আসর
নীরদ অসাড় জাগরী পাহাড়
কারো চোখে ঘুম নেই,


আমিও হয়েছি নিদ্রার অরি
আঁধারেই বাঁচি তিমিরেই মরি
পিয়াসী নয়নে অদেখা স্বপনে
তার আশা বুনে দেই।


এখনও সে দূরে আমি অনাদরে
তবু ভালোবাসা সবই তার তরে
কুসুম কোমল প্রীতি নীলোপল
তারই তরে আছে রাখা,


সেই নীলোপলে আবেগ মেখেছি
হিম অনুরাগ প্রলেপ দিয়েছি
শুধু বাকি তার অধরে আমার
হৃদয় আবীর মাখা।