মেঘের স্পর্শে কাঁদলো হৃদয়
ভুললো দ্বিধা ভয় সংশয়,
মেঘটা হতাশ রইলো নিথর
অঙ্গে জলদ গর্ভে পাথর।


মেঘটা অনেকদিনের একা
কান্না সুখের পায় না দেখা,
বর্ষা তারে দেয়নি সোহাগ
তাই দেহে তার বিবর্ণ দাগ।


আমার ছিলো মনটা ধূসর
পলিত দুখে ছিলাম ঊষর,
মেঘ ছুঁয়ে চোখ ভিজলো যখন
দুঃখ মেঘের বুঝলো না মন।

স্বার্থপরের মন যে আমার
জাঁক দেখানোর শখ অনিবার,
কাঁদতে হলে এখন যে রোজ
করছি অসার মেঘটার খোঁজ।


মেঘটা আমার অশ্রু শুষে
ভাসছে একা আকাশ দেশে,
কোথায় যাবে, নেই ঠিকানা
আকাশ দেশের নেই সীমানা।