বেদনা তুমি রইলে আমার কাছে,
এমন হলে কি আর করার আছে!
তোমার সাথেই চলবে জীবনযাপন,
বিবশ হয়েই করবো তোমায় আপন।


দুঃখ তুমি থাকলে জমাট মনে,
তুষার হলে অনুষ্ণ জাল বুনে।
ঝরিত সুখেই কাটবে এখন সময়,
হিম যাতনায় হোক না বরফ হৃদয়।


অশ্রু তুমি নিচ্ছো না বিশ্রাম,
চোখের বাঁকে জমছো অবিরাম।
ভাসছো না আর ক্রন্দন ঢেউ হয়ে,
নির্জলা দায় তাই তো গেছে সয়ে।


স্মৃতি তুমি ছাড়লে না আর পিছু,
খেদ-ই দিলে, আর দিলে না কিছু!
রাখলে না আর কোনোই অহংবোধ,
কে জানে নাও কোন জনমের শোধ!


চার দোসরের সাথেই আছি বেঁচে,
সুখকে খুঁজি বিষাদ সিন্ধু সেঁচে।
যার দেয়া সব সে-ই শুধু কাছে নেই,
কাটছে জীবন, কাটবে ... এভাবেই।