আমার কাছে সময় আছে
তোমার সেটা নেই,
আজকে না হয় তোমায় কিছু
মুহূর্ত ধার দেই।


তোমায় দেখাই বৃষ্টিবরে
স্মিত নদীর বুক,
একটু ভাবাই কেমন হবে
ডুব সাঁতারের সুখ।


জল আর তলের দোটানাতে
কোন অজানার আশা ?
ব্যস্ত তুমি, ভুলেই গেছো
এই তো ভালোবাসা।


তোমায় শোনাই অনিল সুরে
ভুবন চিলের গান,
এক মুঠো রোদ এনে শুঁকাই
সূর্য স্নেহের ঘ্রাণ।


এমন বাতুল ভাবনা ঘিরেই
প্রেমের পরিসর,
ব্যস্ত তুমি, প্রেমকে ছোঁয়ার
পাও না অবসর।


তোমায় দেখাই হাসির আড়াল
কান্না সুখের মায়া,
অনিশ্চিতের জীবন খরায়
সঙ্গী তরুর ছায়া।


নিত্য আশা যেথায় জমায়
নিটোল অহংকার,
ব্যস্ত তুমি, ভুলেই গেছো
সেটাই তো সংসার।


তোমায় শোনাই সন্ধ্যা রাগে
স্মরণ সুধার আলাপ,
একটু শুঁকাই ডায়েরী ভাঁজে
যত্নে রাখা গোলাপ।


যুগল স্মৃতির এমন রুমাল
ভিজবে একার জলে,
ব্যস্ত তুমি, ভুলছো জীবন
নিজ নিয়মেই চলে।


তোমার আছে সবই, শুধু
মনের এষণ নেই,
আজকে না হয় তোমায় কিছু
কল্পনা ধার দেই।