কোথাও যে কেউ নেই,
হাজার আমি আমার মাঝে
নিজের ডাকে আবছায়া লাজে
নিজেকেই সাড়া দেই।


কেমন যেন সব,
মলয়ে লুপ্ত বৃক্ষ সকল
নিভৃতে নীরব ফুলপাখিদল
পরবাসে কলরব।


নগর ... জনশূন্য,
দিবারাত্রির নেই যে বিভেদ
ভাবী-ভূতে লেপা পোড়া নির্বেদ
কোলাহল সব চূর্ণ।


জীবন মৃত্যু বিমূঢ়,
বুদ্ধি মনন হয়েছে নীরস
দৃষ্টি চেতনা ভাবনা বিবশ
অনুভূতি সব কর্পূর।


এমন বিজন ধরায়,
ক্লান্তি বেদনা তাড়না দ্রবণ
হনন করছে রোজ সারাক্ষণ
আপাত অজানা জরায়।


হয় তো বা জানা যাবে,
তবু বীতস্পৃহ মর্ম মানস
কারণ জানার পায় না সাহস
অপ্রতিভ অনুভবে।