ফাগুন, তুমি আর একটু থাকো সাথে ...
সে বলেছে আজ আসবে
কৃষ্ণচূড়া তাই হাসবে,
রোদ-বৃষ্টি বিভেদ ভুলে
আমার সাথে হৃদয় খুলে
পথের পানে থাকবে চেয়ে তারই প্রতীক্ষাতে।


ফাগুন, তুমি আর একটু হও বর্ণিল ...
সে বলেছে লাল জড়াবে
খোঁপায় হলুদ ফুল লাগাবে,
নীল সবুজ আর ধানি রঙে
প্রেম সাজাবে আপন ঢঙে
মনের যতো ধূসর ভাবনা করবে সে স্বপ্নিল।


ফাগুন, তুমি আর একটু হও মধুর ...
সে বলেছে সন্ধ্যা সুখে
রাখবে সে হাত আমার বুকে,
ঢালবে মনে উষ্ণতা জল
জীর্ণ হৃদয় করবে কোমল
ভুলিয়ে দেবে শত জনমের জমাট বেদনা বিধূর।