দুঃখগুলো অসীম
বেদনারা সীমাহীন,
চার সীমানায় আটকা তবুও
নিরাশা বিলাস ঋণ।


কান্না তো নয় আপন
অশ্রুগুলোও পর,
তবুও গুমোট চার দেয়ালে
বিষাদ ভয়ংকর।


চা কফি স্বাদহীন
সিগারেট বিস্বাদ,
বিরহ আসব তবুও যে দেয়
প্রমত্ত অপবাদ।


শহরটা খুব কাছে
লোকালয়েই বাস,
তবুও আমার বসত জুড়ে
নির্জনতার গ্রাস।


শুকনো মনের নদ
জৈষ্ঠ্য খরায় মন,
অভিমানী স্রোত তবুও জাগায়
হৃদয়ে আপ্লাবন।


আজ কেউ নয় আমার
আমিও যে নই কারও,
তুমি তো অধরা তবুও কেন যে
তোমাকেই চাই আরো !