মনের মাঝে মনের ঘর
নিত্য আমায় করছে পর,
সেই ঘরে নেই দেয়াল ছাদ
মুক্ত গৃহে যুক্ত ফাঁদ।


কোন সাহসে মনকে চাও ?
সুলভ হৃদয়, হৃদয় নাও,
তার তো আছে বাজার দর
পণ্য সে যে জীবনভর।


কোন হিসেবে মনকে চাও ?
দৃশ্য দেহ, দেহ নাও,
স্বল্প আয়ুর অহং তার
রসদ-রতি, চাই কি আর!


কোন ঝুঁকিতে মনকে চাও ?
প্রাণটা কালিক, প্রাণকে নাও,
রাখো না রাখো আমার কি
প্রাণ তো দেহের সাথে ফ্রি।


কোন প্রসাদে মনকে চাও ?
আত্মা অলস, আত্মা নাও,
তার তো জীবন কর্মহীন
ঋণ গুনে যায় রাত্রিদিন।


মনের সায়র ভাবনাময়
কিভাবে তার রেহান হয় ?
গহন মনে ইচ্ছে ঢেউ
মন পাবে না আমার কেউ।