সুখ মানবের বয়স বাড়ায়
দুঃখ তারে মানুষ করে,
তুষ্ট একা নিজভুবনে
নিঃস্ব বাঁচে সবার তরে।


নিঃস্ব পোষে রিক্ততা ক্লেশ
তুষ্ট জমায় অপূর্ণবোধ,
দুখ ধারণেই শিষ্ট মানুষ
সুখ শুধু দেয় প্রলুব্ধ ক্রোধ।


সুখের এষণ অসীম ক্ষুধা
দুখ চয়নেই সীমার সাধন,
তুষ্ট বিমূঢ় অধরা যাচনে
নিঃস্ব খোঁজে প্রভুর শরণ।


নিঃস্ব মনে শান্ত সায়র
তুষ্ট বুকে ঘূর্ণি অধীর,
দুঃখ ভাসে গহন লোনায়
সুখ বোঝে না মনের গভীর।