আমারেই চেয়ো নিরন্তর ...
অণু সুখে না হয় ভেজাও মনের ঘর।
কি হবে একাকী দীর্ঘ জীবনে কেঁদে ?


কি হবে একাকী শ্রাবণ বাদলে
শ্যামল ছায়ায় সিক্ত আঁচলে
নয়নের জল বেঁধে।


আমারেই চেয়ো অন্তহীন ...
ঊন প্রেমে তবু কাটাও রাত্রিদিন।
কে হবে একাকী আক্ষেপ ছবি এঁকে ?


কি হবে শরত সন্ধ্যা পবনে
রজত সুধার মধুময় ক্ষণে
বিরহিণী বেশে থেকে।


আমারেই চেয়ো নিরবধি ...
সাদা সুখে থাক শান্ত কামনা নদী।
কি হবে একাকী সতীত্বভারে বেঁচে ?


কি হবে জৈষ্ঠ্য খরার নিদাঘে
নির্বীজ কোনো অপ্রিয় বিরাগে
সামাজিক তালে নেচে।


আমারেই চেয়ো চিরকাল ...
মেটে দুখে হোক হৃদয় তুষ্টি বানচাল।
কি হবে একাকী সংসার জাল বুনে ?


কি হবে কপট প্রিয়তমা হয়ে
কুণ্ঠ অঘোষে কারও পাশে শুয়ে
বিয়োগের দিন গুনে।