মনে নেই কবে,


নির্ঝরিণী স্বননে কে শুনিয়েছিলো
স্ফটিকপ্রভা জীবনগীতি, জয়তু সঙ্গীত,
দুরাকাঙ্ক্ষ ভাবনা কাব্য ...


নির্নিমেষ দিব্যদৃষ্টিতে কে দিয়েছিলো
জাগরী স্বপ্ন, নির্ভীক পাবন,
অভিন্ন অনাবিল অনুভূতি ...


লালস অধরে চুম্বন এঁকে কে শুষেছিলো
অপচিত বাসনা, ছন্নছাড়া কামাগ্নি,
জ্বরিত অভীক পিপাসা ...


নির্মুক্ত আলিঙ্গনে বেঁধে কে ভুলিয়েছিলো
অভিষঙ্গের বিষাদ, নিদ্রাহীন দুঃস্বপ্ন,
নিরংশু সমাধির ভীতি ...


ঠিক মনে নেই কবে,
গালে হাত রেখে কে বলেছিলো
“ভালোবাসি, শুধু তোমাকে”।