কেন জানতে চাও কেমন আছি ...


ভুগছি কি না তুমিহীনতায়
ধুকছি কি না দিব্য ক্ষুধায়
ভাবছি কোথায় হৃত শ্রাবণ
খুঁজছি কি সেই নিলীন পাবন
সব জেনে কি পারবে আসতে
আমার কাছাকাছি ?


কেন প্রশ্ন করো কি চাই আমি ...


তুমি ... না কি তোমার সঙ্গ
স্নেহস্রোত না কি কাম তরঙ্গ
পরিভোগ ... বা প্রিয় আসঙ্গ
প্রভু বর ... বা নতি নিষঙ্গ
সব জেনে কি পারবে বলতে
আমারে জেনেছো তুমি ?


কেন জানতে চাও কারে দিয়েছি হৃদয় ...


সতী-কুলবধূ-নটী-পরদার
পার্থিব কেউ না কি নিরাকার
বেড়ি দান্ত বা প্রিয় মণিহার
অমিত রতি বা পরিমিতাচার
সব জেনে কি পারবে ভুলতে
তোমায় দেয়া যে প্রণয় ?


কেন প্রশ্ন করো কি আছে আমার মনে ...


ছেঁড়া সুখ না কি জমাট বেদনা
শোকাবেগ ... বা শুভদ কামনা
অণু ক্লেশ ... বা অনীহ যাতনা
ভাবী ভাব না কি স্মৃতি উপাসনা
সব জেনে কি কাঁপবে তোমার
মন কোনো উচাটনে ?