মন আকাশে
রোদটার বয়স হয়নি এখনও ...
কুসুম কোমল প্রভাত যৌবনা সে।


মসৃণ তার ত্বক, বাড়ন্ত সৌষ্ঠব,
সর্পিল কটিদেশ, অশিথিল সুডৌল বক্ষ,
কৃশতনু অবয়বে মেশা বিসংবাদী অভিলাষিণী মায়া ...


বয়ঃসন্ধির আপাত অজানা বিষাদের কান্নার মতো
শেষ রাতের অঝোর শ্রাবণ
হৃদয় জানালার কাঁচ ছুঁয়ে দায়মোচনের প্রহর গুনছে,


জলোস্মৃতি মোড়া নিষিক্ত বিরহ
মনন তৃণে ঝরিত শিউলি পাপড়ির সাথে
শুভ্রসুধার মালা বুনছে,


সোনারোদের সুকুমার বরে
অন্তরের বেদনারা নীহার হচ্ছে
একটু একটু করে,


অংশুমালীর নবযৌবনে
শিউলি রুমাল আড়াল করছে মেঘের অশ্রু,
শাপলা রঙে হাসছে বারিদ,
কাশফুলের নাচনে মুক্তির স্বাদ নিয়ে
ভাবনাগুলো উড়াল দিচ্ছে গগন নীলে ...
অতুল অমত্তে শান্ত হচ্ছে
বাসনা নদীর ঢেউ।


রৌদ্রযৌবনা মনে আমার
আরেক অভিমানী বর্ষা শেষে
শরত আসছে।