আমিও কি তারে বুঝেছি কখনও
কেন তারে দেই অবুঝের দোষ,
ভালোবাসে যে সে তো জাতনির্বোধ
তবু বুঝে হবে কোন পরিতোষ!


কে বেশী কে কম ভালোবেসেছে
হিসেব কিসের কি এতো গণন,
দেউলিয়া সে তো কবেই হয়েছি
কি প্রসাদে সাজি প্রেম মহাজন!


তারে কেন বলি দুঃখ বেনিয়া
আমিই বা কোন সুখ কারিগর,
অনুরাগের এই নিশ্চিত হারে
সুখ-দুখে কেন খুঁজি অন্তর!


কি পেয়েছি আর কি হারিয়েছি
তালিকার ভারে কোন সে প্রলাপ,
অশন বসন কূল রতি রাগে
দাবিই প্রকট, প্রেম অপলাপ।


মন যদি বলে ভালোবাসি, তবে
কেন তারে বাঁধি নথি স্বাক্ষরে,
প্রেম যদি হয় মননের ভাষা
জীবন তো চলে চার অক্ষরে।