বুকের ভেতর
লোনার জ্বলন পুষছো তুমি
হাজার বছর ধরে,
মনের মাঝে
বালির আঁচে পুড়ছি আমি
একটু একটু করে।


গভীরে তোমার
স্মৃতির নুড়ি প্রবাল কাঁদে
নীল বেদনায় বেঁচে,
পৃষ্ঠে আমার
চূর্ণ বিষাদ কাষ্ঠ হাসে
নগ্ন নিদাঘ সেচে।


এখন আমার
দৈব জুড়ে শুকনো হাওয়া
কিংবা নিরস রোদ,
তটের রেখায়
শুভ্র ফেনার সোহাগটা দেয়
পলকা শিথিল বোধ।


ঊন সে আশা
তোমার কূলে নিত্য আমায়
রাখছে যে উন্মুখ,
কিন্তু জানি
জনম জনম মন পাবে না
তোমার হওয়ার সুখ।