সন্ধ্যা এখন ডাকছে আমায়
আর ডেকো না তোমার কাছে,
ধূপ ছায়া দিন হয় তো তোমার
আমার শুধু নিশাই আছে।


আমার আমির এষণ শুরু
প্রদোষ গগন বর্ণ মায়ায়,  
যেই আমাকে তোমার ভাবো
তার বিরতি বিকেল ছায়ায়।


সেই আমিটার রোজনামচায়
ভোরও তোমার তোমারই দুপুর,
এই আমিটা তিমিরের নট
শর্বরী তার পায়ের নূপুর।


অংশুমালীর সাথে আমার
জৈব গরজ আর কিছু নেই,
সাঁঝের আলো নিভবে কখন
মনটা থাকে সেই আশাতেই।


রোদ মাখা ক্ষণ হয় তো সবার
অন্ধকারে আমার শ্বসন,
দেহের খবর কে রাখে আর
তমসা স্নানেই মনের সাধন।


নিরালোকে মুক্তি আমার
সমর্পণও রাতের কোলে,
রজনী সুধায় প্রমত্ত হই
আটকে থাকি নক্ত জালে।


কাব্য আমার নৈশ পূজা
ছন্দমালায় জোনাক আলো,
শ্বেত জোছনার রাফ খাতাতে
ভাবনা লেখে ক্ষপার কালো।


এই আমি তাই ঘুম ভুলে রোজ
হচ্ছি রাতের পরাণ দোসর,
সুপ্ত ধরা ... ঝলমলে এই
রাত ও কবির গুপ্ত আসর।