আমার চোখের জলে মেশা যার বিষাদ
তোমাদের সমাজে সে
আমার কেউ না।


চিঠির খামে, নিমণ্ত্রণ পত্রে, ঠিকানার নথিতে
আমার পাশে তার নাম থাকে না,
জীবন নাটকের কোথাও নেই তার চরিত্রায়ণ,
স্মৃতিচারণে তার উদ্ধৃতি নেই,
বইয়ের উত্সর্গপত্রে
তার নাম নিয়ে লেখা হয় না শৈল্পিক চরণ ...


সূর্যাস্তের প্রিয় অবসাদে কাউকে বলা যায় না ...
কৃষ্ণচূড়ার হিম জড়ানো সন্ধ্যার আবেশে
খোলা হুডের রিকশায়
তার পাশে আমার মুগ্ধ দৃষ্টির অনুভূতি ...


অবিনীত প্রজ্ঞাপনে, বা
পিউড়ি জীবনচরিতের ভালোবাসা অনুচ্ছেদে
সে থাকে নামহীন।


বিসারী দাসত্ব আর চিত্তদাহে নির্জিত আমার চোখে
যার অশ্রু
সে আমার আপন হয়েও কেউ না ...


স্মৃতিসিন্ধুর স্রোতে ভেসে আসা
অমিয় বিরহের এই নীলোপল


কোথায় রাখি ?