বন্ধু আমার কিসের দ্বিধা কিসের হিসেব করো,
বন্ধু যদি ভাবো তবে নির্ভয়ে হাত ধরো।
নাম পরিচয় সবাই জানে কিন্তু জানো তুমি,
বাইরে আমার মুখর ধরা অন্তরে মরুভূমি।


তুমিই জানো আমার মাঝে কোন আমিটার বাস,
আমার বছর বর্ণালী, তার বিবর্ণ বারোমাস।
সেই আমিটার মাঝে আমার লুকিয়ে থাকা মন,
বন্ধুবরের ভালোবাসা খুঁজছে সারাক্ষণ।


মনের গায়ে সমাজ কাঁটা মননে তার জল,
ফণি-মনসার মতোই যে তার দুখ লুকানোর ছল।
দ্বিভাব খেলার এই অনিয়ম নিত্য চালায় শ্বসন,
তুমিই জানো তোমার হাতে শ্বাস ফেলে এই জীবন।


কীর্তিলাভের প্রসাদ খুঁজে যজ্ঞ চলে রোজ,
ব্যস্ত সময় কেউ রাখে না মন দহনের খোঁজ।
তাদের দলে নিত্য আমার চলছে উঁকি-ঝুঁকি,
মন পোড়া দুখ ভুলতে করি শৈল্পিক বুজরুকি।


রোজনামচার রঙ্গশালায় পর্দা যখন নামে,
মন মননের অশ্রুধারা যায় ধুয়ে খেদ ঘামে।
হৃদয় মরুর কাকড়াবিছা কামড়ে ঢালে বিষ,
বন্ধু তুমি তখন যে দাও সন্ধ্যা হিমের শিষ।


তাই তো তোমায় চাই কাছে রোজ স্বার্থপরের মতো,
তোমার কাছেই স্বচ্ছ আমার শুদ্ধ গরল যতো।
বন্ধু হয়ে হয় তো তোমার জীবন কাটবে দুখে,
কিন্তু তুমিই উদক আমার ফণি-মনসার বুকে।