সব অভিমান তোমার ধরা
বক্ষে আমার রেহান করা
চোখের জলে সুদ ঢালি রোজ
তোমার ঊষর বুকে,


তবুও তোমার শুকনো মাটি
নিরেট দুখের বসতবাটি
শ্বসন দাদন দাও নিয়ত
ঋণের হিসেব চুকে।


তোমার দেয়া শ্বসন নিয়ে
নিঃস্ব বাঁচার শখ মিটিয়ে
দুখ দোলকের তরঙ্গে রোজ
সুখের জীবন খুঁজি,


মনের ভেতর আশার কলস
মরণ ভাবনা তাই তো অলস
সত্য ঢেকে মিথ্যে করি
চলার পথের পুঁজি।


নেই বারিদের শীতল বাতাস
শরত ফাগুন রঙীন আকাশ
মন গগনে জ্বলছে ধ্রুব
গ্রীষ্ম খরার রোদ,


তবুও পথে ছায়ার নামে
মনের ভেতর স্বপ্ন জমে
কিন্তু আমার দেনার খাতায়
হয় না যে ঋণ শোধ।