সবই আছে সবই কাছে
তবু কেন ডাকে অচেনা সুদূর,
জীবনের গানে সরোদের তান
মনে তবু কাঁদে বৈরাগী সুর।


সবই পূর্ণ সব ভরপুর
তবু কেন আজ চেতনা রিক্ত,
রোদ সরোবরে আলোকের স্নান
মন তবু কেন বিরহে সিক্ত ?


সবই নতুন সবই অভিনব
তবু কেন স্মৃতি খুব যে আপন,
সময় নদীতে নবীনের বান
মনে তবু ভাসে সুখ পুরাতন।


সবই নির্ভুল সব ঠিকঠাক
তবু কেন ভুল ভালোবাসা জাগে,
চারপাশ জুড়ে প্রিয় সমাহার
মন তবু কেন অস্হির লাগে ?


সবই অরুণ সবই রঙীন
তবু কেন সাদা কালো অনুরাগ,
প্রেম ক্যানভাসে নকশা বাহারী
মন পটে তবু হিবিজিবি দাগ।


সবই নীরোগ সব প্রফুল্ল
তবু কেন ধুকে ইচ্ছের রোগ,
যোগে আর গুণে হিসেব যজ্ঞ
মন তবু খোঁজে কোন সে বিয়োগ ?