একবার শুধু কাঁদতে দাও,
তোমায় দেবো যাই বা চাও ...
কপট সুধায় তুষ্ট হৃদয়
হৃদয় গুমর ছিনিয়ে নাও।


একটা জীবন কাটছে সুখে
পাওনা দেনার হিসেব টুকে,
কলকাদার এই স্রোতের খেলায়
দুঃখ ভাসে শীর্ণ ভেলায়,
মলিন মুখে লেপতে হাসি
মিথ্যে বলি ভালোবাসি,
রাংতা দিয়ে কষ্ট মুড়ে
রাখছি মনে গর্ত খুঁড়ে।


কষ্ট জমাট ঊষর বুকে
কান্না ঢেউয়ের প্লাবন দাও,
তোমায় দেবো যাই বা চাও ...
অন্তরালের কূট সময়
সময় নেকাব ছিনিয়ে নাও।