সময় যখন কৃপায় আনে তোমার কাছে,
মন বলে শোন এই ধরাতেই স্বর্গ আছে।
দেখ তাকিয়ে সময় এখন স্বপ্নে রঙীন,
স্বর্গ সাজে এই বসুধার গগন জমিন।


সময় যখন আটকে থাকে তোমায় ভেবে,
মন বলে এই ভাবনা তোকে মুক্তি দেবে।
দেখ না ভেবে শেষ কবে তুই মুক্ত ছিলি,
আজকে না হয় অন্তহীনে উড়াল দিলি !


সময় যখন প্রহর গোনে তোমার আশায়,
মন বলে দেখ ভাগ্য তোকে ডুবায় ভাসায়।
বাঁচার লোভে নামিস না কেন মহার্ণবে,
এই লোনা জল ভয় পেয়ে কে বাঁচলো কবে ?


সময় যখন অকুণ্ঠ হয় তোমায় চেয়ে,
মন বলে কোন দমকা হাওয়া তোর হৃদয়ে ?
সেই হাওয়াতে স্মৃতির স্নেহ ভাবীর আরাম,
এক জনমের আদর চুমু লজ্জা প্রণাম।


সময় এখন তোমার মতোই খুব অকরুণ,
দেয় না স্বপ্ন দেয় না ঘুমের সোহাগ প্রসূন।
তোমার মতোই থাকছে সাথে ... তাও অধরা,
দুই অলীকের স্পর্শ তাই আজ মানস ভরা।