এমন প্রহর আসবে কখন তোমার আমার মনে ?
একটা আকাশ মুক্ত হবে স্নিগ্ধ আলিঙ্গনে।
এক ফালি মেঘ কান্না হয়ে থাকবে বুকের ভাঁজে,
সুমন্দ প্রেম ঝরবে শরত বৃষ্টি সুধার সাজে।


বৃষ্টি কোথায় যায় হারিয়ে আমরা কি কেউ জানি ?
সুখের খোঁজে আমরা চোখে রোদ্দুরে লোভ আনি।
জনম যে যায় সুখের লাগি সুখ সাধনের মোহে,
সকাল দুপুর বিকেল হারায় সন্ধ্যা সমারোহে।


বিরহ এমন আসবে কখন তোমার আমার মিলে ?
কৃষ্ণ মেঘের ছায়ায় হৃদয় হাসবে স্মৃতির নীলে।
এক সরোবর শান্ত ব্যথায় এক ফোঁটা নীড় সুখে,
টুকরো বোধের জল কুড়িয়েই আসবে হাসি মুখে।


হাসি কখন বর ছিলো সেই সুখটুকু নেই মনে,
মনের কায়ায় সেই কাঁপুনি উত্তুরে সুর বোনে।
এক মুঠো ওম খুঁজছি দুজন শুকনো চুমুর কোলে,
বেড়ালছানার ঘুমটা উধাও ফাল্গুনী শোরগোলে।


বাসন্তিকের রঙীন পরশ আসবে আবার কবে ?
সব সড়কের দুপাশ আবার অরুণ জরদ হবে।
হুড তোলা এক রিকশা হবে তোমার আমার রথ,
শেষ হবে না মুগ্ধ হওয়া শেষ হবে না পথ।


নিষ্পলকে দৃষ্টি আটক পথের খবর নেই,
নেই কথা তাই চোখের ভাষায় আদর তোমায় দেই।
তোমার চোখে কান্না জমাট মূক অভিমান মনে,
হয়তো বা প্রেম উষ্ণ হবে বৈশাখী পার্বণে।


জৈষ্ঠে কবে পুড়বো আবার নিরাক দুপুর শাপে ?
সান্ধ্য চায়ে চুমুক দেবো ক্লান্ত অপলাপে।
কান্না আড়াল করবে রুমাল ওড়না ভেজা ঘামে,
জানবো না কেউ কোন আকাশে বৃষ্টি প্রথম নামে।


বৃষ্টি কবে কান্না ছিলো ... নেই মনে সেই দিন,
দুঃখ ভোলার ছলটা পুঁজি কান্নারা আজ ঋণ।
সুমন্দ প্রেম নিবাত দুখে আনমনে দিন গোনে,
আর কোনোদিন ফিরবে কি সে তোমার আমার মনে ?