তাহারে ভাবিয়া তোমাদের কেহ
গ্রথিত স্মরণে মাখিবে না স্নেহ
ব্যাপৃত ধরা চলিবে খেলিবে
আপন নিয়মে রোজ,


আমার গগনে শুকতারা রূপে
আত্মজা প্রেম নীল মেঘস্তুপে
বিরহ বারিদে করিবে নিত্য
তাহার স্নেহের খোঁজ।


সে তো নহে কোনো খ্যাতনামা নর
সংসারী সুখে হইয়া বিভোর
জীবনী লেখনে লুপ্ত তাহার
স্বপ্ন তুষ্টি লোভ,


মম সুখে দুখে বিষাদে প্রসাদে
রোষ পরিতোষ আবেগ বিবাদে
ধ্রুব প্রত্যয় সঁপিয়া সে রচে
শাশ্বত বৈভব।


স্মরণ তাহার কন্যা প্রীতিতে
নিয়ত বহিবে রিক্ত হৃদিতে
কভু বা ঝরিবে বর্ষা হইয়া
চৈত্র দহন বেলায়,


নীগূঢ় অশ্রু ভরাইবে  মন
কেহ দেখিবে না নিহিত রোদন
শুষ্ক আঁখিতে রহিত দ্বিভাবে
হাসিবো ধরার মেলায়।


মর্তের পিতা প্রতীতির মাতা
জীবন সারথি চরিত বারতা
আমার লোহিতে বহমান সে যে
জনক মান্য দীপ,


তাহারে ভাবিয়া আমি আমরণ
অসাধিত ঋণে ভরিয়া মনন
স্মৃতির কপোলে যতনে আঁকিবো
তনয়া স্মরণ টিপ।