বাংলা গানের তালে
গাছের ঐ মগডালে
কোকিল গায় কুহুতান!
ফেব্রুয়ারি মাসে
হাওয়ায় ভেসে আসে
রক্তভেজা ঘ্রাণ !
বাংলা ভাষা বেজায় খাসা
ব্যক্ত করি মনের আশা
লাগে খুবই মিষ্টি !
এই ভাষাতে পুষ্প ফোটে
এই ভাষাতে সূর্য ওঠে-
টাপুরটুপুর বিষ্টি !
এই ভাষাতে বাঘেমোষে
একই নদীর ঘাটে বসে
তৃষ্ণা মিটায় জলে!
বাহান্নর-ই ৯ ফাগুনে
মিশে গিয়ে জলআগুনে
জান দেয় বন্দুকের নলে !