কত ঘা ! ছোট্ট এই মানব দেহে
কাটা ঘা ফাটা ঘা ফোড়া ঘা বিষ ফোড়া ঘা-
ঘায়ের ভীষণ যন্ত্রণা !
পঁচে গলে মাংস অস্থি গিলে খায়
কী বিশ্রী গন্ধ !
প্রিয়জনও দূরে ঠেলে চলে যায়
নিঃস্ব অসহায় নিথর দেহ
সেই গন্ধ শুঁকে শুঁকে ক্ষুধা মেটায় ,
তারপর দম আটকে গিয়ে আঁখি বুজে
ঘুমোয় চিরতর
কখনো শুকোয় , এমনভাবে শুকোয় !
চিহ্নের লেশটুকুও থাকে না ।
তবে , কিছু কিছু ঘা আছে ভিন্ন
পঁচাসরা গন্ধ নেই , চিকিৎসকের হাত নেই
একেবারে মারেওনা বাঁচায়ওনা,
কেবল দিতে থাকে থরেথরে নরকবেদনা ।
কত না পাওয়ার শোক ,হারানোর ব্যথা-
ক্ষত-বিক্ষত করে ফেলে হৃদয়ের ঘা।