পড়ন্ত বিকেল গগনে কতগুলো মেঘের
তরী বাইচ হৃদয়কাড়া সৌন্দর্য ;
আমার কাচভাঙ্গা মন , ফের
নীরদমালা রূপের উচ্ছ্বাসে আশ্চর্য ।


উড়ন্ত শুভ্র বক বেলাশেষে ফিরছে নিলয়ে
দৃষ্টি ফিরেনা পার্শ্বে রামধনুর ;
স্বপ্ত রং প্রকৃতি সর্বাঙ্গে মাখিয়ে
হাওয়ার তালেতালে বাজে শত সুর ।


কী দারুণ ! বর্ষার বাদল শেষে চমত্‍কার
সোনালী রবির অশনিতে মোহিত হলাম ;
অংকুরিত কচি পত্রের তাজা বাহার
দূর্বাঘাসে নাচে ঘাসফড়িং অবিরাম ।


কেচো ঘুগড়ি পোকা মৃত্তিকা ভেদিয়ে ওঠে
জানালার সিকে চড়ূই পাখির ডাকাডাকি ;
আনমনে হেরিতে থাকি মন বসেনা পাঠে
বর্ষার প্রকৃতির রূপে কত স্বপ্ন আঁকি ।


নবজলে মাছের লাফালাফি ছুটাছুটি খেলা
কোলা ব্যাঙের কণ্ঠ ফোলা গান ;
দোপাটি কলাবতী মালতিলতা স্বর্ণাচাঁপা কসমস কামিনীর মেলা
কদম পুষ্পের কোমল পরশে শিহরিত প্রাণ ।


কখন ! ভানু গেছে পাটে , বারান্ধায় বসে
স্তব্ধ একেলা ঝিঁ ঝিঁর গান শুনি আমি ;
ভাবি , ঋতু বদলের রূপ নেইতো কোন দেশে
স্বপ্ন পরীর দেশ , এইতো আমার মাতৃভূমি ।


জীবনের বেদন হালকা হয় প্রকৃতির আকর্ষণে
বর্ষার সোনালী রোদের উচ্ছ্বাসে হারিয়েছি বিজনে।