মনে পড়ছে মাগো তোমার রান্না সেই
সমুখে আজ খাদ্যপাহাড় কত শত
রোজরোজ খাই ভুড়িভোজ আছে যত
নয়ন ফেটে কান্না বেরোয় বিস্বাদেই
খেতে বসলে মিস্ করি মা
তোমাকেই
স্বাদ থাকেনা তরকারী ও মশলাত
রাঁধতে লাগে তোমার মতো পাকা
হাত
কী মজা!কচুর ডাল ও ভর্তাভাতেই ।
শত বেশে কত দেশের রাঁধা খেলাম
খেতে গেলে কষ্টজোয়ার ওঠে মনে
তোমার পাকের গন্ধটুকু না পেলাম
আঁখিজলে আগুন লাগে গহীন বনে
তাই তো মা তোমার কাছে ছুটে এলাম
তোমায় ছেড়ে যাবনা আর এ জীবনে।


(অন্ত্যমিলঃ কখখক,কখখক,গঘগঘগঘ)