মানুষ জাতি বড়ই লোভী চরম স্বার্থপর
স্থায়ী আবাস ভুলে আকড়ে ধরে বালুঘর;
সর্বকালের শ্রেষ্ঠ নেশাক্তময় মানুষ
স্বার্থের মোহে হৃদয়ে থাকেনা জমের হুশ ।
এ জাতি পশুপেক্ষা অধিক নৃশ্বংস বেঈমান
পরমাণু সুখের তরে ভুলে স্রষ্টার মহিয়ান;
ঘুষ খায় হালাল ভেবে পাকস্থলি ভরে
ভাবেনা কভু কী হবে তার আন্ধার কবরে ?
কিছু কিছু মহৎ উত্তম জনও আছে ভাই
তবে পুষ্প ন্যায় জন আর ধরণীতে নাই ;
খবিছকে দোসর ভেবে হাঁটছে ভ্রান্ত পথে
মন পুলকে উড়ছে সদা বসে নরক রথে ।
খবিছ রুপী মানব তরে শান্তি হিরক হরিণ
আল্লাহর বিধান ভুলে গিয়ে হচ্ছে বেদ্বীন
যে পাঠাল ধরার বুকে তাকে ভুলোনা ভাই
তাঁর চেয়ে আপন আর যে কেউ নাই।