কণ্টকাকীর্ণ দীর্ঘপথ মাড়িয়ে,
কতো কাঠ খড়ি পুড়িয়ে
খুঁজেছি সেই অমূল্য সম্পদ
হন্যে হয়ে খুঁজেছি।
পেয়েছি শত পথ শত মত
শুধু দলাদলি আর দলাদলি,
পাইনি কোথাও সঠিক পথ!
সময়, অর্থ, শ্রম, সবি হয়েছে পন্ড
পেয়েছি ছাই ভষ্ম, দেখেছি ভণ্ড।
পীর মাশায়েখ মাজার দরগায়
বিনিদ্র রজনী কেটেছে সেথায়
পাইনি তার খোঁজ!
সবাইকে দিয়ে ফাঁকি,কেঁদেছে আঁখি
দিবা নিশি রোজ-
জীবনে কিছু পাই বা নাপাই
যেভাবেই হোক, সে ধন আমার চাই।
এসব অর্থ-কড়ি, বাড়ি গাড়ি-
সবি তুচ্ছ
নাপাই যদি কাঙ্ক্ষিত সেই ধন
পুরো পৃথিবী দিয়ে যাবেনা কেনা
অমূল্য সে রতন!
এখানে সেখানে সর্বত্র খুঁজেছি
ঘুরেছি মানুষের দ্বারে দ্বারে
অথচ সেই কাঙ্ক্ষিত ধন
রয়েছে মোর ঘরে!
চক্ষু মেলে চেয়ে দেখি
অবহেলায় আছে পরে!
কেঁদে দিলাম সুখে, তুলে নিলাম বুকে-
পুত-পবিত্র সত্যবাণী মহাগ্রন্থ আল কুরআন
ওহীর বাণী দেখালো আমায়, সঠিক পথের সন্ধান-
বুঝে বুঝে পড়ে করলাম অর্জন
পেলাম অবশেষে, কাঙ্ক্ষিত সেই ধন!
সেটা আর কিছু নয়, সেটা হলো বিশুদ্ধ ইমান।