দুঃখ যদি কেনাবেচা হতো
তবে আমার অভাব থাকে অতো ?
কতো টাকা পেতাম
আয়েশ করে খেতাম !
বুক পেতে সদা খুশি মনে
খুঁজে নিতাম দুঃখ জনে জনে
করে দুখের চাষ
বেচতাম বারো মাস-
কতো রকম দুঃখ জমা বুকে
বলার ভাষা নেই তো আমার মুখে
লিখলে কালি শেষ
কমবে নাতো লেশ ।
কালো দুঃখ সাদা দুঃখ আর
কতো রঙ-বেরঙের দুঃখ আমার
হাজার শত শত
তারা আছে যত-
পাশে থাকা দূরে রাখা ঢের
স্বপ্ন ভাঙা শত অপূরণের
হরেক দুখের মেলা
করে নিত্য খেলা !
দুখের সনে সারাক্ষণে থাকি
সুখ তো আমায় দিয়ে যাচ্ছে ফাঁকি ।