সাদা আর ফর্সা মানে, নয় কভু সুন্দর
কাফনের কাপড় সাদা কীযে ভয়ংকর !
কালো মানে কুৎসিত নয়, নয় সদা মন্দ
কুরআনের হরফ কালো, কী মিষ্টি ছন্দ !
কাবাঘর কালো কিন্তু অপরূপ বাহার !
অন্য কোনো অট্টালিকা তুলনা নেই যার
কী শুভ্র পূর্ণিমাচাঁদ কলংক তার গায়
সাদার যারা পাগল ,তারা পরে যে পস্তায় ।
রূপ দেখে হুঁশ থাকেনা পাগল হয়ে যায়
সব হারায়ে পথে নেমে কাঁদে হায় হায় !
কালোতে সাদা মানায় সাদাতে কালো
মূল্য নেই আঁধারের না-থাকলে যে আলো
সুন্দর মানে শুধুই বাহ্যিক রূপ নয়
ব্যবহারে বলে দেয় আসল পরিচয়;
সাদার পিছে ছোটার সময় হুঁশ থাকেনা হুঁশ
টনকনড়ে বড় করে খাবে যখন ঢুস!
সাদা-কালোর ধাঁধা খেলায়
খেলতে হবে সাবধানে
নইলে পরে পস্তাতে হয়
বলেন আমার বাপজানে।