ভর দুপুরে উদাস সুরে
ঘুঘু পাখির ডাক
খা খা রোদে কা কা করে
পিপাসিত কাক।
সারে তিনহাত দেহখানায়
ঘাম টস্ টস্ করে
ঝুলে দিলে মাটির কলস
রসে যায় ভরে।
তাপের চোটে এসি এবং
ফ্যানের আসে জ্বর
জল শুকায়ে মানবনদী
হয় যে বালুচর।
ময়না মণির সয় না গরম
ঘুমাতে চায় ফ্রীজে
কতো বুঝাই বোঝে না সে
ভীষণ পীড়া-পীড়ি যে।